যুগ যুগ ধরে পৃথিবীর বিভিন্ন দেশে যোগ ব্যায়ামের ধারণাটি চলে এসেছে। বর্তমানে এর সহজ ও আধুনিক সংস্করণ হচ্ছে কোয়ান্টাম ব্যায়াম। আজ থেকে পাঁচ হাজার
বছর আগে প্রাগৈতিহাসিক মানুষ যে চর্চা শুরু করেছিল আধ্যাত্মিক সাধনার
নিমিত্তে, বিংশ শতাব্দীতে আজ তা-ই পরিণত হয়েছে আধুনিক মানুষের দেহ-মন সুস্থ
রাখার আন্দোলনে। আর এ ব্যায়ামেরই সেরা ব্যায়াম হচ্ছে কোয়ান্টাম ব্যায়াম।
যোগ ফাউন্ডেশনের সিকি শতাব্দীর পর্যবেক্ষণ ও গবেষণার
আলোকে করা হয়েছে এ আধুনিকায়ন। বিভিন্ন আসনে দম নেয়া ও দম ছাড়া চর্চা করতে
গিয়ে প্রাথমিক পর্যায়ে চর্চাকারীরা যে বিভ্রান্তি বা জটিলতার সম্মুখীন হতেন
কোয়ান্টাম ব্যায়ামে তা নেই। অথচ একই উপকার পাওয়া যাচ্ছে চমৎকারভাবে। আর এ
আসনের সাথে যোগ করা হয়েছে কোয়ান্টাম মেথড চর্চার আলোকে সুস্থতার মনছবি। ফলে
কোয়ান্টাম ব্যায়াম হয়ে উঠেছে যোগের সবচেয়ে সহজ ও ফলপ্রসূ একটি প্রক্রিয়া।
কোয়ান্টাম ব্যায়ামের বৈশিষ্ট্যাবলীঃ
No comments:
Post a Comment